যেভাবে সবজি চাষে সফল হচ্ছেন চাষিরা

450

02
বিভিন্ন কৌশল অবলম্বন করে সবজি চাষ করে সফল হচ্ছেন চাষিরা। শিম, লাউ, কপি, চিচিঙ্গা, করলা চাষ করে তাদের ভাগ্য বদলাচ্ছেন তারা। এমনই একজনের গল্প বলব আজকে। চলুন তার থেকে জেনে আসি কিভাবে তিনি সফল হয়েছেন।

বরগুনার আবুল কালাম। উপকূলীয় উপজেলা পাথরঘাটার কৃষক আবুল কালাম একজন সফল কৃষক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি শিম, লাউ, কপি, চিচিঙ্গা, করলা চাষ করে এলাকায় ব্যাপক সাড়া পেয়েছেন।

আবুল কালাম বলেন, আমি ছোট বেলা থেকেই কৃষি কাজ করি। ২ একর জমিতে আমি সবজি চাষ করি। শুধু চলতি মৌসুমে মাত্র ৪০দিনে ৩ কাঠা জমিতে কপি চাষ করে ৪৩ হাজার টাকা বিক্রি করেছি। তাতে আমার খরচ হয়েছে মাত্র ৩ হাজার টাকা।

তিনি আরও বলেন, অনেকেই আমার কাছে কৃষি পরামর্শ নিতে আসেন। আমি কৃষি কর্এমকর্নতা ও এনজিও থেকে বিভিন্ন প্রকার সহযোগিতা পাচ্ছি।

ঐ এলাকার কীটনাশক ব্যবসায়ী সিরাজুল হক জানান, ছোট বেলা থেকেই আবুল কালামের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। তিনি অনেক পরিশ্রমী একজন কৃষক।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বলেন, আমরা তাকে সব ধরণের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি। তার সবজি চাষ দেখে অনেকেই কৃষি কাজে আগ্রহী হচ্ছেন।

ফার্মসএন্ডফার্মার/২০জানু২০২০