যেমন গাভী কিনলে বেশি লাভবান হবেন

403

১। খামারে পালন করার জন্য গাভী কেনার সময় কোন রোগ আছে কিনা তা শুরুতেই পরীক্ষা করাতে হবে। গাভীর জটিল কোন রোগ থাকলে সেই গাভী কেনা যাবে না। আর সাধারণ কোন রোগ হলে তা চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করতে হবে।

২। কেনার আগে গাভীর জাত নির্বাচন করতে হবে। গাভী কেনার সময় অবশ্যই অধিক উৎপাদনশীল ও উন্নত জাতের গাভী কিনতে হবে। তা না হলে খামারের উৎপাদন কাংখিত মাত্রায় পাওয়া যাবে না। ফলে লাভবান হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে।

৩। কেনার আগে গাভীর চোখ, মুখ, নাক, চামড়া ও ওলানে কোন সমস্যা বা ক্ষত আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে। কোন স্থানে ক্ষত বা দাগ থাকলে তার কারণটাও জেনে নিতে হবে।

৪। গাভীর পায়ে বা লেজে কোন সমস্যা আছে কিনা দেখে নিতে হবে। প্রয়োজনে গাভীকে কিছুক্ষন হাটাতে হবে। এই সময়ে গাভীর অন্যান্য অঙ্গ ঠিক আছে কিনা তাও দেখে নিতে হবে। এতে ভালো মানের গাভী কেনা যাবে।

৫। এমন গাভী কিনতে হবে যে গাভী একবার অথবা দুইবার বাচ্চা প্রসব করেছে। এর চেয়ে বেশি বয়সের গাভী খামারের জন্য কেনা ঠিক হবে না। গাভীর বয়স বেশি হলে উৎপাদন কমে যাবে ও খামারে লাভের পরিমাণ কমে যাবে।

৬। গাভী কেনার আগেই বা মোবাইলের মাধ্যমে টাকার লেনদেন করা যাবে না। এতে অনেক সময় প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তাই কাংখিত গাভী বুঝে পেয়ে টাকা পরিশোধ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ০৮সেপ্টেম্বর ২০২১