যেসব কারণে গরুর পাতলা পায়খানা হতে পারে

1016

1091445-319596যেসব কারণে গরুর পাতলা পায়খানা হতে পারে তা আমাদের অনেকেরই জানা নেই। আমাদের দেশে গবাদিপশু তথা গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালন করে অনেকেই তাদের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হচ্ছেন। গরু পালন করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে। এসব সমস্যার মধ্যে অন্যতম হল গরুর রোগ। আর গরুর রোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গরুর পাতলা পায়খানা। আসুন জেনে নেই যেসব কারণে গরুর পাতলা পায়খানা হতে পারে সে সম্পর্কে-

যেসব কারণে গরুর পাতলা পায়খানা হতে পারে:

যেসব কারণে গরুর পাতলা পায়খানা হতে পারে তা নিচে দেওয়া হল-

১। রেশনে অতিরিক্ত রুমেন ডিগ্রেডেড প্রোটিন থাকলে।

২। অতিরিক্ত মিনারেল থাকলে।

৩। অতিরিক্ত কার্বের কারণে এসিডিটি তৈরি হলে।

৪। প্রয়োজনীয় কার্যকর আঁশ না থাকলে।

৫। কৃমি দ্বারা আক্রান্ত হলে।

৬। পয়জনাস বা বিষাক্ত খাবার প্রদান করা হলে।

৭। পানি বাহিত ব্যকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে।

৮। গোবর ফোমি বা ফেনাযুক্ত ও বুদবুদ হবে যদি তা রুমেনে হজম না হয়।

ফার্মসএন্ডফার্মার/২৮জানু২০২০