যেসব কারণে দেশি মুরগির খামার করা লাভজনক

636

যেসব কারণে দেশি মুরগির খামার করা লাভজনক তা আমরা অনেকেই জানি না। যার ফলে দেশি মুরগি বাদ দিয়ে বিদেশি বিভিন্ন জাতের মুরগি দিয়ে খামার শুরু করে থাকেন অনেকেই। তবে সার্বিক বিষয় বিবেচনা করলে দেশি মুরগি পালন বেশ লাভজনক। আজকের এই লেখায় আমরা জেনে নিব যেসব কারণে দেশি মুরগির খামার করা লাভজনক সেই সম্পর্কে-

যেসব কারণে দেশি মুরগির খামার করা লাভজনকঃ
বেশ কিছু কারণে অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগি পালন করা লাভজনক। নিচে কারণগুলো তুলে ধরা হল-

১। অন্যান্য মুরগির বাচ্চা অপেক্ষা দেশী মুরগির বাচ্চা তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। এর ফলে খামারে বাচ্চা কেনার খরচ কম হয়।

২। বাজারের অন্যান্য মুরগির মতো দেশি মুরগির বাজারদর খুব বেশি উঠা-নামা করে না। যার ফলে বাজারে মুরগির দাম একবারে কমে যাওয়ার সম্ভবনা কম থাকে।

৩। বাণিজ্যিকভাবে খামার করে সে মুরগি বিক্রি করার ক্ষেত্রে দেশি মুরগি দিয়ে বাজারে প্রবেশ একদম সহজ।

৪। অন্যান্য মুরগির একবার রোগ দেখা দিলে খুব ঝুঁকিতে থাকতে হয় সেই মোতাবেক দেশী মুরগির ঝুঁকি কম।

৫। অন্যান্য মুরগি ১ মাসের উৎপাদন খরচের তুলনাই দেশী মুরগির উৎপাদন খরচ কম।

৬। অন্যান্য মুরগি খুব দ্রুত উৎপাদন হলেও সামগ্রিক খরচের তুলনায় লাভ কম এবং ঝুঁকিও অনেক বেশী।

৭। দেশী মুরগির বাজার চাহিদা অন্যান্য মুরগির তুলনায় অনেক বেশী।

৮। হঠাৎ বাজারদর পরে যায় তখন খামারীদের লসের মুখ দেখতে হয় কিন্তু দেশী মুরগির ক্ষেত্রে এখনো এমন দেখা যায় না যে বাজারদর বৃদ্ধি ছাড়া কমেছে। তাই দেশি মুরগি পালন করা বেশ লাভজনক।

ফার্মসএন্ডফার্মার/ ২৫ জানুয়ারি ২০২২