যেসব কারণে পুকুরে ঘন ঘন জাল টানা প্রয়োজন

1865

01-1

যেসব কারণে পুকুরে ঘন ঘন জাল টানা প্রয়োজন তা আমাদের অনেকেরই জানা নেই। মাছ চাষে লাভবান হওয়ার ক্ষেত্রে অন্যতম বিষয় হল মাছের পুকুর ব্যবস্থাপনা। পুকুরের পরিবেশের মাছের বৃদ্ধি নির্ভর করে। পুকুরে মাছের বৃদ্ধিতে জাল টানার রয়েছে বিশেষ ভূমিকা। চলুন জেনে নেই যেসব কারণে পুকুরে ঘন ঘন জাল টানা প্রয়োজন সে সম্পর্কে-

যেসব কারণে পুকুরে ঘন ঘন জাল টানা প্রয়োজনঃ
১। পুকুরের তলানিতে জমে থাকা বিষাক্ত গ্যাস উবে যায়, নাইট্রোজেন ও পরিত্যাক্ত খাদ্য, মাছের বর্জ পুকুরের পানিতে মিশে প্রাকৃতিক খাদ্যের যোগান করে দেয়।

২। মাছের শরীরের অতিরিক্ত পিচ্ছিল পদার্থ মিউকাস জালের ঘসা এবং মাছ একত্রিকরণে মাছের ঘর্ষণে দূর হয়। এতে মাছ পরজীবি এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পায়।

৩। মাছে চঞ্চলতা ফিরে আসে মাছ দ্রুত হজমপ্রাপ্ত হয় বিধায় মাছের রুচি ফিরে আসে।

৪। পরিবহন, মাছ বিক্রি, স্থানান্তর এ মাছ সহজে ক্লান্ত হয়ে পড়ে না মাছ পাকা হয়।

৫। ঘন ঘন জাল টানায় মাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই অন্তত মাসে একবার হলেও জাল টানা দেয়া উচিত।

সতর্কতাঃ

শীতকালে জাল টানায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ক্যাটফিস বিশেষ করে গুলসা, শিং, পাবদা এবং যেকোন ধানি পোনার পুকুরে জাল টানার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হয়।

ফার্মসএন্ডফার্মার/২১ফেব্রু২০২০