যেসব কারণে ব্রাহামা মুরগি পালন লাভজনক

1585

নতুন-জাতের-মুরগির
যেসব কারণে ব্রাহামা মুরগি পালন লাভজনক তা আমরা অনেকেই জানি না। ব্রাহামা একটি বিদেশি জাতের মুরগি। ডিম ও মাংস উৎপাদনসহ বিভিন্ন কারণে এই জাতের মুরগি পালন বেশ লাভজনক। আসুন জেনে নেই যেসব কারণে ব্রাহামা মুরগি পালন লাভজনক সেই সম্পর্কে-

যেসব কারণে ব্রাহামা মুরগি পালন লাভজনকঃ
যেসব কারণে ব্রাহামা মুরগি পালন লাভজনক তা নিচে দেওয়া হল-

১। ব্রাহামা জাতের মুরগির বাজার মূল্যে অনেক বেশি।

২। এই জাতের মুরগির বাজারে চাহিদা বেশি।

৩। খুব দ্রুতই বেড়ে ওঠে এই জাতের মুরগী।

৪। বাংলাদেশের আবহাওয়া এর এ জাতের মুরগির জন্য আরামদায়ক।

৫। খামারে মৃত্যুর হার অনেক কম।

৬। এর ওজন ৭–১০ কেজি পযর্ন্ত হয়!

৭। এই মুরগির মাংস বেশ সুস্বাদু।

৮। এই জাতের মুরগির ডিমের দাম তুলনামূলকভাবে বেশি।

৯। বাজারে এর বিক্রয় মুল্য বেশি।

১০। বাণিজ্যিকভাবে খামার করে ভাল মুনাফা অর্জন করা সম্ভব।

ফার্মসএন্ডফার্মার/২৫ফেব্রু২০২০