যেসব কারণে মুরগি ডিমে তা দেওয়া বন্ধ করে দেয় তা আমাদের অনেকেরই জানা নেই। আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করি মুরগি ডিমে তা দিচ্ছে না। এই সময়ে বিচলিত হয়ে যাই আসলে কি করতে হবে কিংবা মুরগি ডিমে কেন তা দিচ্ছে না। মুরগি ডিমে তা না দেওয়ার কারণগুলি বের করতে পারলে আমরা সহজেই এই সমস্যা এড়াতে পারি। আসুন আজ জেনে নেই মুরগির ডিমে তা না দেওয়ার কারণ সম্পর্কে-
মুরগি ডিমে তা না দেওয়ার কারণঃ
বিভিন্ন কারণে মুরগি ডিমে তা দেওয়া বন্ধ করতে পারে। নিচে সেই কারণগুলো দেওয়া হল-
১। হঠাৎ মুরগির থাকার স্থান পরিবর্তন হলে মুরগি ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে।
২। মুরগির তা দেওয়া স্থানের চারপাশে লোকজন চলাচল করলে ও মুরগীকে বিরক্ত করলে মুরগি ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে।
৩। মুরগির তা দেওয়া ডিম কেউ নাড়াচাড়া করলে মুরগি ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে।
৪। মুরগির বাসার আশপাশে জীবাণু কিংবা পোকামাকড় বেড়ে গেলে মুরগি ডিমে তা দেওয়া বন্ধ করতে পারে।
৫। মুরগিকে বিরক্ত করে এমন প্রাণী ডিমে তা দেওয়া স্থানের আশেপাশে থাকলে।
৬। মুরগির শরীরে জীবাণু কিংবা বেশি ময়লা জমা হলে মুরগি ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে।
৭। দীর্ঘ সময় মুরগিকে খাঁচায় আটকিয়ে রাখলেও অনেক সময় মুরগি ডিমে তা দেওয়া বন্ধ করে দেয়।
ফার্মসএন্ডফার্মার/১১মার্চ২০