যেসব বিষয় না জানলে খরচ হবে কিন্তু মুরগি ভাল হবে না

354

রোগ নির্ণয় করতে কতগুলো প্রশ্নের উত্তর জানতে হয়। খামারী যদি সঠিক রোগ জানিতে চায় তাহলে অবশ্যই সঠিক তথ্য দিতে হবে ভুল তথ্য দিলে ভুল ডায়াগনোসিস হবে।ভুল চিকিৎসা হবে। খরচ হবে কিন্তু মুরগি ভাল হবে না।
প্রশ্নমালা

১।টাইপ(লেয়ার,ব্রয়লার,সোনালী,টার্কি,কোয়েল,হাস)
২।সংখ্যা
৩।বয়স
৪।কতগুলি অসুস্থ
৫।কতগুলো মারা গেছে,যেগুলো মারা গেছে সেগুলোর ওজন কত।
৬।কতদিন ধরে অসুস্থ
৭।রানিক্ষেতের টিকা ও কৃমিনাশক কবে দেয়া হয়েছে
৮।পায়খানা(সাদা,লাল।কালো,সবুজ,নীল,ফেনা,পাতলা)
৯।শাসকষ্ট (হাচি,কফ,গড়্গড়)দিনে,রাতে,নাকি দিনে ও রাতে
১০।প্যারালাইসিস আছে নাকি নাই

১১।ডিম কত কমছে বা ডিমের কালার,সাইজ,আকাবাক কিনা,খোসা পাতলা বা ছোট কিনা
১২।খাবার কত কমছে,কোন কোম্পানীর খাবার,পানি কত কমছে নাকি বেশি খাচ্ছে।খাবার আগে থেকেই কম খাচ্ছে নাকি হঠাত কমে গেছে।
১৩।চোখে সমস্যা(ফোলা নিচে ,নাকি চারদিকে,অল্প না বেশি।
১৪।ওজন কেমন কম না ভাল,বিভিন্ন সাইজের নাকি সমান
১৫।মুরগি খাচা্‌,মাচায়,না ফ্লোরে

১৬।একই ফার্মে বিভিন্ন বয়সের মুরগি নাকি একই বয়সের
১৭।ফার্ম নতুন না পুরাতন
১৮। খাবার প্রজাতি/জাত অনুযায়ী দিচ্ছে নাকি লেয়ার কে ব্রয়লার খাবার,নাকি সোনালীকে ব্রয়লার খাবার দিচ্ছে।
১৯।ব্রয়লার ও সোনালী কতদিন গ্যাপ দিয়ে তুলা হয়।
২০ কি কি চিকিৎসা দেয়া হয়েছে

২১।আশে পাশে বা এই থানায় কোন সমস্যা আছে কিনা
২২।অনেক দিন ধরে মুরগি শুকিয়ে যাচ্ছে কিনা
২৩।মুরগি কি হঠাত মারা যায় নাকি অসুস্থ হয়ে মারা যায়।
২৪।বাচ্চা কোন কোম্পানীর,বাচ্চা বাসি কিনা।
২৫।ভয় পাইছে কিনা বা ভয় পায় কিনা

২৬।আগে জটিল কোন রোগ হয়েছিল কিনা(কলেরা,এ আই ,রানিক্ষেত,আই বি)
২৭.১৫দিনের মধ্যে কি কি ভ্যাক্সিন করা হয়েছে।
২৮।হঠাত খাবার পরিবর্তন করা হয়েছে কিনা.

২৯।মাস খানেকের মধ্যে পালক পড়েছে কিনা
৩০।মুরগি কি সেডের বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে নাকি সেডের এক যায়গায় মারা যাচ্ছে।
৩১।লোকেশন
৩২।আবহাওয়া(খুব ঠান্ডা বা খুব গরম কিনা)

ফার্মসএন্ডফার্মার/ ১৯সেপ্টেম্বর ২০২১