যেসব ভুলের কারণে খামারি নিঃস্ব হয়ে যেতে পারেন

341

একজন আদর্শ খামারির যে সকল কাজ খুবই গুরুত্বপূর্ণ

একটি খামার লাভজনক করার জন্য খামারির সচেতনতা, দক্ষতা, মনোযোগ ও মনোবল খুবই গুরুত্বপূর্ণ। খামারির ভুলের কারণেও খামারি নিঃস্ব হয়ে যেতে পারে। তাই কয়েকটি গুরুত্ত্বপূর্ণ পয়েন্ট খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে।

১. বাচ্চা খামারে আসার আগেই খামার ভাল ভাবে জীবানুমুক্ত করে ব্রুডার ব্যবস্থাপনা প্রস্তুত করে রাখতে হবে।
২. ভাল মানের বাচ্চা সংগ্রহ করতে হবে।
৩. ভাল মানের খাবার মজুদ রাখতে হবে।
৪. খামারের আসেপাশের পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে। এলাকাতে কোন রোগের পাদুর্ভাব দেখাদিলে তা থেকে খামারের মুরগিগুলোকে রোগ থেকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে।

৫. খামারে কোন রোগ দেখা দিলে সঠিক ভাবে রোগ নির্নয় করতে হবে এবং সঠিক চিকিৎসা দিয়ে খামারকে দ্রুত রোগমুক্ত করতে হবে।
৬. আমাদের ৮০% খামারি সঠিক ব্যবস্থাপনা জানেনা, যারা জানে তারাও মেনে চলেনা। আবার অনেকের ইচ্ছা আছে কিন্তু বিভিন্ন কারনে ভাল ব্যবস্থাপনা মেনে চলতে পারেনা। মনে রাখবেন আপনার ফার্মিং ব্যবস্থাপনা যত ভাল হবে আপনি তত ভাল লাভবান হবেন।
৭. বাচ্চা, খাবার, ঔষূধ সহ খামারের প্রয়োজনীয় ক্রয় করার এবং উৎপাদিত পন্য বিক্রয় করার ক্ষেত্রে বাজার মধ্যস্বত্বভুগিদের থেকে সাবধান থেকে বাজার দর অনুযায়ি ক্রয় বিক্রয় করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২২জানুয়ারি২০২১