যে কারণে কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয়

2769

maxresdefault
কবুতর ডিমে তা না দেওয়ার কারণ রয়েছে অনেক। আমাদের দেশে কেউ কেউ শখের বসে আবার কেউ বাণিজ্যিক ভিত্তিতে কবুতর পালন করে থাকেন। কবুতর পালন করতে গিয়ে অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এসব সমস্যার মধ্যে অন্যতম হল কবুতরের ডিমে তা না দেওয়ার সমস্যা। চলুন আজ জেনে নেই কবুতর ডিমে তা না দেওয়ার কারণ সম্পর্কে-

কবুতর ডিমে তা না দেওয়ার কারণঃ
বিভিন্ন কারণে কবুতর ডিমে তা দেওয়া বন্ধ করতে পারে। যেসব কারণে কবুতর ডিমে তা দেওয়া বন্ধ করতে পারে তা নিচে দেওয়া হল-

১। কবুতরের জায়গা পরিবর্তন করা হলে।

২। কবুতরের খাচা পরিবর্তন করা হলে।

৩। কবুতরের খাচার চারপাশ মানুষের আনাগোনা বেশি হলে।

৪। কবুতরের খাঁচা অপেক্ষাকৃত ছোট হলে।

৫। কবুতরের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব দেখা দিলে।

৬। কবুতর বিরতি ছাড়াই ডিম ও বাচ্চা প্রদান করলে।

৭। দীর্ঘ দিন কবুতরকে গোসল না করালে অনেক সময় কবুতর ডিমে তা দিতে চায় না।

৮। কোন কারণে কবুতরের শরীরে বহিঃপরজীবীর উৎপাত বেড়ে গেলে।

৯। কবুতরকে দীর্ঘ দিন খাঁচায় আটকিয়ে রাখলে অনেক সময় ডিমে তা দিতে চায় না।

উপরোক্ত কারণগুলো ছাড়াও বিভিন্ন কারণে কবুতর ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই উপরের কারণগুলিই কবুতরের ডিমে তা না দেওয়ার জন্য দায়ী। তাই কবুতরের ডিমে তা না দেওয়ার সঠিক কারণ নির্ণয় করে এর সমাধান করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/০৩মার্চ২০