যে কারণে ডুগডুগি গাছ লাগাবেন

1813

86277756_1374461272726844_1019202422309912576_n
ডুগডুগি গাছের উপকারিতা ও গুণাগুণ

ডুগডুগি গাছটি মাঝারি আকারের চিরসবুজ দেখতে, ফল দেখতে একবারে কাচাঁ বেলের মতো। এদের হালকা সবুজ পাতা উপবৃত্তাকার, মাথার দিকে গোলাকার আর গোড়ার দিকে সুচালো, পাতা একেবারে জেঁকে থাকে কান্ডের সঙ্গে, এক সাথে পাঁচ-ছয়টি পাতা করে জোষ্ট হয়ে থাকে এই গাছের পাতা। ফুল হয় কাণ্ডে ফেঁটে বের হয় তার পর ফুল থেকে ফল

আমাশয় সারাতে :

ডুগডুগি গাছের ফল প্রতিদিন খেলে রক্ত আমাশয়ে উপকার পাওয়া যায় ।

অতিসার সমস্যায় :

প্রথমে ডুগডুগি গাছের পাতা ও ছালের রস করে নিতে হবে । এবার এই রস সকাল বিকাল চিনি সহ সেবন করলে অতিসারে ভালো উপকার পাওয়া যাবে ।

অরুচি দূর করতে :

ডুগডুগি গাছের পাতার রস করে খেলে আস্তে আস্তে মুখের অরুচি ভাব কেটে যাবে।

অতিসারের সমস্যায় :

অতিসার রোগ হলে মানুষের রক্তের সাথে রক্ত বের হতে পারে। এই সমস্যায় ডুগডুগি গাছের ছাল বেটে মধু গরুর সাথে খেলে উপকার পাওয়া যায় ।

কাটা ক্ষত সারাতে :

ডুগডুগি গাছের ছাল প্রথমে মিহি গুড়া করে নিতে হবে । এরপর এই গুড়া থেতো করে লাগালে ক্ষত ভালো হয়ে যায় ।

গলা, মুখ ও জিভের ঘা সারাতে :

এই গাছের পাতা ও ছালের ক্বাথ কুলকুচা করলে গলা, মুখ ও জিভের ঘা ভালো হয় ।

বমি ভাব দূর করতে :

প্রথমে ডুগডুগি গাছের পাতার রস করে নিতে হবে । এরপর এটি মধু সহ সেবন করলে বমি বমি বন্ধ হয়ে যাবে ।

ফার্মসএন্ডফার্মার/০৩মার্চ২০