যে কারণে পুকুরে অক্সিজেনের অভাব দেখা দেয় ও তার প্রতিকার

605

maxresdefault
যে কারণে পুকুরে অক্সিজেনের অভাব দেখা দিতে পারে-

১. ক্রমাগত আকাশ মেঘলা থাকলে বা অতিরিক্ত বৃষ্টি হলে কিংবা খুব গরম পড়লে পুকুরে এ ধরনের সমস্যা দেখা দেয়৷

২. এমনকি পুকুরে বিভিন্ন জৈব পদার্থ পচনের কারণেও অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে।

পুকুরে অক্সিজেনের অভাবের লক্ষণ সমূহ-

১. এসময় মাছ খাবি খায়।

২. এসময় মাছ ক্লান্তভাবে পানির উপরিভাগে ঘোরাফেরা শুরু করে।

৩. এসময় পুকুরে শামুক ও ঝিনুক থাকলে কিনারের দিকে এসে জমা হয়।

৪. এসময় অক্সিজেনের খুব বেশি অভাব হলে মাছ মারা যেতে থাকে।

৫. মৃত মাছে মুখ হা হয়ে যায়।

প্রতিরোধ:

১. পুকুরের পানিতে বেশ কিছুক্ষণ সাঁতার কেটে পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়াতে হবে

২. পানির উপরে বাঁশ পেটা করে অক্সিজেনের পরিমাণ বাড়ানো যায়

৩. হররা টেনে পানিতে অক্সিজেন সরবরাহ বাড়ানো যেতে পারে

৪. পাম্প দিয়ে পুকুরে নতুন পানি সরবরাহ করে পানিতে অক্সিজেন সরবরাহ বাড়ানো যায়

৫. একই সাথে খাদ্য ও সার ব্যবহার কমিয়ে দিতে হবে এবং প্রতি শতাংশে ১-২ কেজি হারে চুন প্রয়োগ করা যেতে পারে

ফার্মসএন্ডফার্মার/৫ফেব্রু২০২০