যে কারণে মুরগির খামারে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় ও প্রতিকার

419

মুরগির খামারে অ্যামোনিয়া গ্যাসের সমস্যার কারণ ও প্রতিকার খামারিদের সঠিকভাবে জেনে রাখা দরকার। বিভিন্ন কারণে মুরগির খামারে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হতে পারে। এজন্য পোলট্রি খামারে সতর্কতার সাথে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে এ লেখায় আমরা জেনে নিব পোলট্রি খামারে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টির কারণ ও করণীয় সম্পর্কে-

পোলট্রি খামারে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টির কারণ ও করণীয়ঃ
অ্যামোনিয়া গ্যাস সৃষ্টির কারণঃ

১। পোলট্রি খামারে লিটার ভিজে গেলে এবং নিয়মিত লিটার নাড়াচাড়া না করলেও খামারে অ্যামোনিয়া গাসের সৃষ্টি হতে পারে।

২। শীতের সময় পোলট্রি খামারে অনেকেই পর্দার ব্যবহার করে থাকেন অথবা উপরে আটকে রেখে নিচের দিকে কিছুটা তুলে দেন। এর ফলেও খামারে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হতে পারে।

৩। খামারে আলো ও বাতাস ঠিকভাবে চলাচল করতে না পারলেও অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হতে পারে।

প্রতিরোধঃ

২। ঘরের চাল থেকে এক থেকে দেড় হাত ফাঁকা রেখে পর্দা তুলে রাখতে হবে। এতে খামারের ভেতরের গ্যাস সহজেই বের হয়ে যেতে পারবে ও অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা থাকবে না।

১। লিটারে যেন পানি না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। খামারে নির্দিষ্ট দূরত্ব পর পর পানির পাত্র রাখতে হবে যাতে পানির জন্য মুরগিগুলোকে গাদাগাদি হতে না হয়।

২। পর্দা নিচের দিকে আটকানো এবং নিচ থেকে উপরের দিকে তোলা

৩। লিটার বেশী ভিজে গেলে কিছু ফেলে দিয়ে নতুন করে লিটার বিছিয়ে দিতে হবে।

৪। নিয়মিত লিটার নাড়াচাড়া করলে খামারে সহজেই গ্যাস জমতে পারবে না।

ফার্মসএন্ডফার্মার/ ১৩ জুলাই ২০২১