যে ১০ টি কৌশলে গরু হৃষ্টপুষ্ট করবেন

990

bdmorning1564504237hjfg
বাংলাদেশে গরুর মাংস খুব জনপ্রিয় এবং চাহিদাও প্রচুর। তাছাড়া মুসলমাদের ধমীয় উৎসব কুরবানীর সময় অনেক গরু জবাই করা হয়। সূতরাং গরু মোটাতাজাকরণ বা গরু হৃষ্টপুষ্ট করণের পদ্ধতি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একটি লাভজনক ব্যবসা।

গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ায় সফল হতে ধারাবহিকভাবে যে সকল কৌশল অবলম্বন করতে হয় তা নিন্মরূপ-

গরু হৃষ্টপুষ্ট করণের ১০ টি কৌশল:

১) ভাল ব্রিড বাছাইকরণ।
২) শুকনা কিন্তু রোগা নয় এমন গরু বাছাইকরণ।
৩) ৪ মাস পরপর সময়মত কৃমিমুক্ত করণ।
৪) বছরে ২ বার ভ্যাকসিন প্রদান।
৫) প্রজেক্টের সময় নির্ধারণ, সেক্ষেত্রে ৪ মাস বেস্ট।
৬) প্রজেক্টের সময় নির্ধারণ অনুযায়ী গরু বাছাইকরণ।
৭) গরুর বয়স অনুযায়ী খাদ্য ম্যানু তৈরি করণ।
৮) গরুকে অবাধ বিচরণ করার সুযোগ দিন এবং সেভাবে পালন করার চেষ্টা করুন, লেবার খরচ কমে যাবে।
৯) খামারে ডিজিটাল ওয়েট স্কেল রাখুন।
১০) অল্প কিছু প্রাথমিক চিকিৎসা নিজেই শিখে ফেলুন।

ফার্মসএন্ডফার্মার/২১জানু২০২০