রংপুরের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

330

[su_slider source=”media: 4417,4418″ title=”no” pages=”no”] [/su_slider]

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন বিভাগ আয়োজিত  জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খরা প্রবণ ও উপকুল/লবনাক্ত এলাকার জন্য টেকসই ফসল ব্যবস্থাপনার উদ্ভাবন প্রকল্পের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রনয়ণ শীর্ষক তিনদিনের এক কর্মশালা গত ২৭ এপ্রিল রংপুরস্থ ওএফআরডি’র হলরুমে শেষ হয়েছে। উদ্বোধনী দিনে গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর গম গবেষণা কেন্দের পরিচালক ড. নরেশ চন্দ্র দেব বর্ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির গাজীপুর প্রধান বৈজ্ঞনিক কর্মকর্তা ড. মো. আক্কাস আলী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  স.ম আশরাফ আলী।

প্রধান অতিথি বলেন , আগামীতে আমাদের সঠিক পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে বিভিন্ন ফসলের যেসব জাত উদ্ভাবন করেন, তা  কৃষকের মাঝে ছাড়িয়ে দিতে তিনি সকলকে অনুরোধ করেন। কর্মশালায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের এক বছরে কর্মপরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। এছাড়া বারির মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.বদরুজ্জামান ডলোচুন প্রয়োগের মাধ্যমে  ভালো ফলন  পাওয়ার বিষয়ে বিস্তারিত  আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সী, কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।