রংপুরের কাউনিয়ায় পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় এক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার টেপামধুপুর ইউনিয়নে রাজিব মোল্লাটারী গ্রামে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মাছচাষি মকবুল হোসেন কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মকবুল হোসেন বলেন, বুধবার (১০ মে) সকালে বাড়ি থেকে পুকুর পাড়ে এসে দেখি কিছু মাছ মরে ভেসে আছে। বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুকুরের সব মাছ মরে গেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পূর্বশত্রুতার জেরে প্রতিহিংসা করে প্রতিবেশী দুইজন আমার পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে।
তিনি আরও বলেন, বাড়ির পাশে প্রায় পাঁচ মাস আগে নিজের এবং বড় ভাইয়ের প্রায় এক বিঘা জমি লিজ নিয়ে অস্থায়ী পুকুর করে সাড়ে আট মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়ি। পোনাসহ সেচ, মাছের খাদ্যে এ পর্যন্ত প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজিব মোল্লাটারী গ্রামে গিয়ে দেখা গেছে, পুকুরে মাছ মরে ভেসে আছে। মাছচাষি পুকুর থেকে মরা মাছগুলো তুলে পাশে মাটিতে পুঁতে রাখছেন। প্রায় ২০ মণ মাছ মরে পচে গেছে বলে জানান এই কৃষক।
স্থানীয় কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, গরমে কিছু মাছ মরতে পারে। কিন্তু ব্যাঙ, পোকামাকড় মরার কথা না। কেউ হয়ত পুকুরে বিষ প্রয়োগ করেছে। মাছের সঙ্গে ব্যাঙ, পোকামাকড় মরে ভেসে উঠেছে। মাছের সঙ্গে শত্রুতা করা ঠিক হয়নি।
এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আজ পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।