[su_slider source=”media: 3921,3922″ title=”no” pages=”no”] [/su_slider]
সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: রংপুর পোল্ট্রি শিল্প মালিক সমিতির উদ্যোগে গত ০২ মার্চ প্রাণিসম্পদ অফিসের হল রুমে পোল্ট্রি শিল্পের সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষে পোল্ট্রি শিল্প মালিক সমিতির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবার হোসেন’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব আলম ও সরকারী হাঁস-মুরগি খামারের উপপরিচালক ডা. জীতেন্দ্র নাথ বর্মন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. সাবিনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরওয়ার রহমান, চিড়িয়াখানার জু অফিসার এইচ. এম. শাহাদত, পোল্ট্রি ডেভলপমেন্ট অফিসার ফজলুল করিম, পোল্ট্রি শিল্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম পটু, সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকন, সহ-সম্পাদক কৃষিবিদ মাহমুদ হাসান ও মো. সামসুজ্জামান প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণকারিদের মধ্যে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে বেশ কিছু সমস্যা চিহ্নিত করে উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, পোল্ট্রি শিল্পের সমস্যা নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও কর্মশালার আয়োজন সময়োপযোগি পদক্ষেপ। এসব সমস্যাগুলোর সমাধান পেতে হলে খামারিদের অব্যশই ঐক্যবদ্ধ হতে হবে। প্রাণিসম্পদ কর্মকর্তাগণ খামারিদের পাশে থাকার আশ্বাস দেন। তাঁরা আরো বলেন, খামারিরা শুধু তাদের বেকারত্বের অবসান করেননি, আমিষের চাহিদা পূরণের পাশাপাশি জিডিপিতেও বিশাল ভূমিকা রাখছেন।