রংপুরে বাংলাদেশ বেতার ও এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে শ্রোতাসম্মেলন অনুষ্ঠিত

361

[su_slider source=”media: 4573,4574″ title=”no” pages=”no”] [/su_slider]

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: বাংলাদেশ বেতার ও এটুআই প্রোকল্পের যৌথ উদ্যোগে গত ০৫ মে রংপুর সদর উপজেলা পরিষদ মিলানায়তনে এক শ্রোতাসম্মেলন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তাফা কামালের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (অনুষ্ঠান) সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক (অনুষ্ঠান) নাসরুল্লাহ মো. ইরফান , প্রধান মন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রোগ্রামের এটাচড অফিসার (এইচ মিডিয়া এন্ড স্কিলস এমপ্লয়মেন্টটিস) জাখিয়া আকতার।

প্রধান অতিথি বলেন, রংপুর বেতারের কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘ক্ষেতে খামারে’ বেশ জনপ্রিয় অনুষ্ঠান। বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে। বাংলাদেশ বেতার থেকে ফোন ইন প্রোগ্রামের মাধ্যমে সরাসরি কৃষকের প্রশ্নে উত্তর দেওয়া হয়। এটি বাংলাদেশ বেতারের যুগন্তকারি সিদ্ধান্ত। কৃষকরা তাদের সমস্যা নিয়ে সরাসরি কৃষি বিশেষজ্ঞদের কাছে ফোন করে তাদের সমস্যার সমাধান পারেন। উপজেলায় গিয়ে তাদের সময়ের অপচয় হবে না। রংপুর অঞ্চলের বিভিন্ন শ্রোতা ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মোট ৭৫ জন শ্রোতা নিয়ে এ শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয়।