রংপুরে ১০ বছরের মধ্যে ধানের দাম সর্বোচ্চ

576

উত্তরের জনপদ রংপুর অঞ্চলের বাজারে ৯শ টাকা পর্যন্ত উঠেছে ধানের দাম। গত ১০ বছরের মধ্যে যা সর্বোচ্চ। করোনার প্রভাবে খাদ্য সংকটের শঙ্কা আর সরকারের সময়োপযোগী পদক্ষেপে কৃষকেরা এই মহাসংকটেও লাভের মুখ দেখছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ ও বিপণন অধিদপ্তর।

করোনা বিপন্ন পৃথিবী, তবে প্রকৃতি বিমুখ করেনি উত্তরের কৃষকদের। অন্যান্য বছর কষ্টের ধান বাজারে নিয়ে দাম শুনে হতোদ্যম হলেও এবারের চিত্র ভিন্ন। প্রকার ভেদে ৮ থেকে ৯শ’ টাকা ধানের এখন চলতি বাজার।

কৃষি বিপণন বিভাগ বলছে, সঠিক সময়ে সরকারের ধান-চাল কেনার পদক্ষেপে এবার শুরু থেকেই ধানের ভালো দাম পাচ্ছে কৃষকেরা।

কৃষি বিপণন অধিদপ্তর উপপরিচালক আনোয়ারুল হক বলেন, ৩৬ টাকা কিন্তু কম না, অনেক টাকা। যার ফলে তার একটি বিশাল প্রভাব আছে বাজারে।

আর কৃষি বিভাগ মনে করে, সরকারের পদক্ষেপ আর খাদ্য সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা এবার কৃষককে ভালো দাম দিতে বাধ্য হয়েছে।

রংপুর কৃষি অঞ্চল অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বলেন, ব্যবসায়ী বলেন আর আমাদের জনগণ বলেন সবাই ধারণা করছি, আমাদের খাবার আমাদের পোষাতে হবে।

রংপুর বিভাগের ৮ জেলায় ৩১ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে ২ লাখ মেট্রিক টন বাড়তি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

ফার্মসএন্ডফার্মার/১০জুন২০