জনপ্রিয় হয়ে উঠেছে রঙিন মুরগির বাচ্চা পালন

1903

রাজবাড়ীতে জনপ্রিয় হয়ে উঠছে রঙিন মুরগির বাচ্চা। রাজবাড়ীর জেলার বালিয়াকান্দির বিভিন্ন মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে নাদুস-নুদুস ছোট ছোট বিভিন্ন রঙের এই মুরগির বাচ্চা। মূলত লেয়ার মুরগির সাদা বাচ্চাগুলোকে আকর্ষণীয় করে তুলতেই এমন রং করা হয়েছে।

জানা যায়, প্রতিটি বাচ্চার দাম নেওয়া হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। বাচ্চাগুলোর গায়ের রং সর্বোচ্চ এক মাস পর্যন্ত থাকে। বাচ্চাগুলো অধিক বিক্রির আশায় ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্যই মুরগি বিক্রেতা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। বাচ্চাগুলো শিশুরা সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন।

মুরগি বিক্রেতা পারভেজ জানান, মুরগির বাচ্চাগুলোর মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম। তাছাড়াও এগুলো থেকে লাভও অধিক পাওয়া যায়। সাধারণ মুরগির বাচ্চার মতোই এদের খাদ্য প্রদান করতে হয়। প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০টি মুরগির বাচ্চা বিক্রি হয় বলেও জানান তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিক্রেতা প্রায় ৩ শতাধিক বাচ্চা নিয়ে বসে আছেন আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন কথা বলছেন। বিক্রেতা মুরগির বাচ্চাগুলো কখনো তার প্যান্টের পকেটে আবার কখনো বা গলার গামছা দিয়ে বেধে রাখছেন। এগুলো দেখে অনেক ক্রেতা আকৃষ্ট হয়ে বাচ্চা কিনে নিয়ে যাচ্ছেন।

ক্রেতা শিখা রানী বলেন, এমন রঙিন মুরগির বাচ্চা এর আগের কখনো দেখিনি। যদিও রঙ করা তারপরেও অনেক সুন্দর লাগছে। আমি ৬ রঙয়ের ৬টি বাচ্চা কিনলাম। এগুলো পেলে আমার বাচ্চারা খুশি হবে।

ফার্মসএন্ডফার্মার/১০ডিসেম্বর২০২০