রাউজানের রশিদর পাড়ায় হক কমিটির উদ্যোগে মাহফিল

591

রাউজানের রশিদর পাড়ায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রশিদর পাড়া শাখার উদ্যোগে আতায়ে রাসুল (দঃ) খাজা গরীবে নেওয়াজের ওরশ পাক ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী এর স্বরনে মাসিক মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৪ ফেব্রুয়ারী) মাগরীবের পর রশিদর পাড়ায় মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি এবং বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে রশিদর পাড়া শাখার সদস্য মুহাম্মদ আরাফাতের বাসভবনে অনুষ্টিত মাহফিলে সভাপতিত্বে করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আবদুল খালেক চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহিম উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি ও মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ হিংগলা কলম পতি শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ শফিউল আলম।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রাউজান উপজেলা (ক) জোনের সংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ সাদেকুজ্জামান শফি, মুহাম্মদ আনিসুল খান বাবর, মাহফিলে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম কাজীর ঢেউয়ী জামে মসজিদের খতিব ও মাইজভাণ্ডারী একাডেমির সদস্য কে এম বেলাল হোসেন মাইজভাণ্ডারী, উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান গহিরা ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ সাজ্জাদ হোসেন রাউজান রশিদর পাড়া শাখার সহ-সভাপতি মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন, হযরত আবুল খায়ের সুলতান পুরী এসোসিয়েশন বাংলাদেশ রাউজান শাখার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল মোস্তফা রিয়াদ, ৭ নং রাউজান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইমন, নোয়াজিশ পুর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সুমন প্রমুখ। শেষে পরিবেশন করেন মাইজভাণ্ডারী কাওয়াল মুহাম্মদ মঈন উদ্দীন।

ফার্মসএন্ডফার্মার/১মার্চ২০২১