রাঙ্গামাটিতে ধানের সার্ভিলেন্স বিষয়ক কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

397
SAMSUNG CAMERA PICTURES

[su_slider source=”media: 3937,3938″ title=”no” pages=”no”] [/su_slider]

কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী, রাঙ্গামাটি থেকে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র (ডিএই) আয়োজনে গত ০৩ এপ্রিল রাঙ্গামাটিস্থ ডিএই অতিরিক্ত পরিচালকের সভাকক্ষে ধানের সার্ভিলেন্স বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ডিএই রাঙ্গামাটির জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিকের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ডিএই উদ্ভিদ সংরক্ষণ উইং’র উপপরিচালক (সার্ভিলেন্স এন্ড ফোরকাস্টিং) কৃষিবিদ জাকিয়া বেগম। অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আবুল কাশেম, বান্দরবান’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. আক্কাস মাহামুদ এবং রাঙ্গামাটিস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট’র (এটিআই) মুখ্য প্রশিক্ষক কৃষিবিদ পবন কুমার চাকমা।

রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ তপন কুমার পালের উপস্থাপনায় প্রশিক্ষণের শুরুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের সম্প্রসারণ কর্মিদের ফসলের সার্ভিলেন্স বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে সূচনা বক্তব্য রাখেন প্রধান অতিথি । তিনি বলেন, ফসল উৎপাদনের প্রধান অন্তরায় হলো ফসলের রোগ ও পোকামাকড়। আমাদের দেশে অতন্দ্র জরিপ ও পূর্বাভাস সিস্টেম উন্নত দেশের মতো অতটা শক্তিশালী নয়। বর্তমানের খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখার জন্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে দক্ষ অতন্দ্র জরিপ ও পূর্বাভাস সিস্টেমের কোন বিকল্প নেই। সে উদ্দেশ্যে ধানের সার্ভিলেন্স বিষয়ক প্রশিক্ষণ সম্প্রসারণ কর্মিদের দক্ষতা বৃদ্ধিতে এবং শক্তিশালী অতন্দ্র জরিপ ও পূর্বাভাস সিস্টেম গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণে রাঙ্গামাটি অঞ্চলের ডিএই জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।