রাঙ্গামাটির লংগদুতে কৃষি সরঞ্জামাদি বিতরণ

336

কৃষি-সরাশ্ঞ্জাম

রাঙ্গামাটি: জেলার লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সকালে কৃষক মাঠ স্কুলের সদস্যদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প স্ট্রেনদেনিং ইনকুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিলট্র্যাক্টস (সিআইডি-সিএইচটি) শীর্ষক প্রকল্পের অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষি কাজের উন্নয়নের লক্ষ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

শেষে উপজেলার বিভিন্ন এলাকার ১৩টি কৃষক মাঠ স্কুলের সদস্যদের মাঝে কৃষি যন্ত্রপাতি পাওয়ার টিলার ও তেরটি কৃষক মাঠ স্কুলের সদস্যদের মাঝে পাওয়ার পাম্প বিতরণ করা হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন