ফার্মসঅ্যান্ডফার্মার ডেস্ক: কোরবানির ঈদের আর বাকী মাত্র এক সপ্তাহ। ইতোমধ্যে রাজধানীর গাবতলীসহ কয়েকটি হাটে আসতে শুরু করেছে কোরবানির গরু। তবে এখনো কোনো বেচা-কেনা নেই। মাঠ দখল করা, পশুর বাড়তি যত্ন নিয়ে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।
শনিবার রাজধানীর কয়েকটি হাটের খোঁজ নিয়ে জানাযায়, রাজধানীর দুই সিটি কপোরেশনে মোট ২৪টি পশুর হাট বসবে। এসব হাটে ঈদের পাঁচদিন আগ থেকে পশু বিক্রির অনুমতি দিয়েছে সিটি কর্পোরেশন। ক্রেতা-ব্যবসায়ীদের আকৃষ্ট করতে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন হাটের ইজারাদাররা।
২৪টি কোরবানির পশুর হাটের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনে ১৪টি অস্থায়ী পশুর হাট সমূহ হলো-উত্তর শাহজাহানপুর খিলগাও রেলগেট সংলগ্ন খালি জায়গা, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলা মাঠ, কামরাঙ্গীরচর, পোস্তগোলা, শ্যামপুর বালুর মাঠ, মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা, ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ মাঠ সংলগ্ন খালি জায়গা, গোপীবাগ মাঠ ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন জায়গা, শনির আখড়া ও দনিয়া মাঠ সংলগ্ন জায়গা, ধূপখোলা মাঠ, ৪১ নম্বর ওয়ার্ডের কাউয়ার টেক মাঠ, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা, আফতাবনগর ইস্টার্ন হাউজিংয়ের লোহারপুলের খালি জায়গা।
ঢাকা উত্তর সিটি কপোরেশনের অস্থায়ী দশটি পশুর হাট সমূহ হলো-গাবতলী পশুর হাট (স্থায়ী) উত্তরা ১৫ নম্বর সেক্টর, কাওলা,ভাটারা,আফতাবনগর তেজগাও পলিটেকনিক ইনস্টিউট, বসিলা, মিরপুর ইস্টার্ন হাউজিং, ভাসানটেক, মিরপুর ডিওএইচএসের পিছনের খালি জায়গা।
রাজধানীর শনি আখড়ায় গাবতলী পুশুর হাটে গিয়ে দেখাযায়, দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসছেন বেপারীরা।
শনিরআখড়া এলাকার ব্যবসায়ী মোশতাক আহমেদ বলেন, কিছুদিন পর রাস্তায় যানজট বেড়ে যাবে। বিপুল পরিমাণ গরু আনা হয় বলে সুবিধা মতো স্থানে গরু রাখা যায় না। তাই আগেভাগেই গরু নিয়ে আসছি। এখন পছন্দমতো জায়গা পাওয়া যাবে। তবে কোনো গরু বিক্রি হচ্ছে না। কেউ কেউ তাদের হাটে নিয়ে আসা গরু বা ছাগলকে গোসল করাচ্ছেন।
তিনি বলেন, ‘আমার কাছে যে গরু আছে তার বেশিরভাগেরই দাম ৮০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা।’
এদিকে গাবতলী এলাকার একাধিক হাটের ইজারাদাররা জানান,মূলত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বেপারীরা গরু নিয়ে আসছেন। বিশেষ করে সাতক্ষীরা, যশোর, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, কুষ্টিয়া, মেহেরপুর, মাদারীপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুরসহ সীমান্তবর্তী এলাকাগুলো থেকে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন