রাজধানীতে ‘কবুতর মেলা ও সেমিনার-১৮’অনুষ্ঠিত

385

[metaslider id=”10795″]

রাজধানীর খিলগাঁওস্থ পল্লীমা সংসদে ‘কবুতর মেলা ও সেমিনার-১৮’অনুষ্ঠিত হয়েছে।

বার্ডস কমিউনিটি অব বাংলাদেশ এবং বায়োকেয়ার পেট জোনের আয়োজনে শুক্রবার (১০ আগস্ট) এ মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের (খিলগাঁও) কাউন্সিলর ও বাংলাদেশ রেসিং পিজিওন ফেন্সিয়ার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ফুলবাড়িয়ার কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের ভেটেনিরানি সার্জন ডা. আসাদুজ্জামান।

ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স টেক্সটাইল গ্রুপের সিইও মির্জা ইস্কান্দার।

মেলা পরিচালনায় ছিলেন- বার্ডস কমিউনিটি অব বাংলাদেশ-এর সভাপতি ইলিয়াস জামান।

মেলায় বিশেষ আকর্ষন ছিল-

দেশি-বিদেশি কবুতরের প্রদর্শনী ও বিক্রয়।

কবুতর পোষা পাখির ফ্রি চিকিৎসা এবং টিকা প্রদান।

কবুতর-পোষাপাখি পালন পদ্ধতি নিয়ে ফ্রি পরামর্শ।

মেলা উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে ডা, রফিকুল ইসলাম ও ভেটেনারি সার্জন ডা. আসাদুজ্জামান কবুতর ও পোষাপাখির বিভিন্ন রোগবালাই এর প্রতিকারসহ নানা বিষয়ে পরামর্শ দেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন