রাজধানীর মহাখালীতে ওয়াপসা-বিবি’র বার্ষিক সাধারণ সভা’ ২০১৭ অনুষ্ঠিত

286

wapsa

রাজধানীর মহাখালিস্থ রাওয়া কনভেনশন সেন্টারে WPSA-BB-এর বার্ষিক সাধারণ সভা’ ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মে) সকাল ১১টা এ সাধারণ সভা শুরু হয়।

পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুরু হয়। এর পর স্বাগত বক্তব্য দেন WPSA-BB-এর সভাপতি শামসুল আরেফিন খালেদ।

তিনি আগত সকললের প্রতি অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, WPSA-BB-পোল্ট্রি সংশ্লিষ্ট সকলের হাত ধরে এতদুর এগিয়েছে। আগামীতে সংগঠনটি যাতে আরো শক্তিশালী অবস্থানে যেতে পারে এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এর পর বক্তব্য দেন, WPSA-BB-এর সাধারণ সম্পাদক মাহবুব হাসান বিগত দিনের সংগঠনটির কার্যক্রম তুলে ধরে ডিম ও ব্রয়লার মাংস নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এর সচেতনতামূলক ক্যাম্পেইনের কথা উল্লেখ করেন। এছাড়া আগামী দিনে সংগঠনটির পরিকল্পনাও আগতদের সামনে উপস্থাপন করেন।

এর পর বিগত বছরের আয়-ব্যয়ের একটি হিসাব এবং পরের বছরের বাজেট উপস্থাপন করেন WPSA-BB-এর কোষাধ্যক্ষ ডা. এম. আলী ইমাম।

পোল্ট্রিতে অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু কৃষি পদক’-১৪২১ অর্জন করেন কুষ্টিয়ার তরুণ পোল্ট্রি উদ্যোক্তা শাহীন পোল্ট্রির শাহীনুর রহমান। এজন্য তাকে WPSA-BB-এর পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য ডা. বিপ্লব কুমার প্রামানিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

সভায় সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ সদস্য অংশগ্রহণ করেন।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম