রাজশাহীতে বন্যার পানিতে ভেসে গেছে সোয়া কোটির টাকার মাছ

331

2017-08-19_4_656424

ভয়াবহ বন্যায় জেলার ৩শ’ ৫০টি বাণিজ্যিক মৎস্য খামারের প্রায় এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের মাছ ভেসে গেছে।

শনিবার জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা বাসসকে জানান, ‘ভয়াবহ এই বন্যার পানিতে তানোর, মোহনপুর ও বাগমারা উপজেলার মৎস্য চাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরো জানান, বন্যার পানিতে বাগমারা, মোহনপুর ও পুটিয়া উপজেলার ৩২০টি পুকুরের প্রায় এক কোটি ১৭ লাখ টাকার মূল্যের প্রায় ৫৩.২৫ মেট্রিক টন মাছ ভেসে গেছে।

এছাড়াও প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১.১২টন মাছের পোনার ব্যাপক ক্ষতি হয়েছে।

সুভাষ সাহা বলেন, শুধুমাত্র বাগমারা উপজেলাতেই ১৫৬ মৎস্য চাষীর ২০৮টি বাণিজ্যিক হ্যাচারির ২২ মেট্রিকটন মাছ ও ৭০ মেট্রিকটন মাছের পোনা সম্পূর্ণভাবে ভেসে গেছে।

তিনি আরো বলেন, গত ১৩ আগস্ট মোহনপুর উপজেলাধীন ভীমনগর এলাকার শিবা নদীর একটি বাঁধ ধসে পড়লে তিনটি উপজেলা বন্যার পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় প্রায় ৩শ’ ৫০টি পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেব দুলাল ঢালি বলেন, জেলার চারটি উপজেলার প্রায় ৬ হাজার ১৩২ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে।

তিনি আরো বলেন, এই অবস্থা দীর্ঘায়িত হলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে।

অন্যদিকে, শুক্রবার বাগমারা উপজেলাধীন সোনাডাঙ্গা ইউনিয়নের চারটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার মানুষ ত্রাণ সামগ্রী গ্রহণ করেছেন। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি তার ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান ও পৌরসভা মেয়র আব্দুল মালেক মন্ডল ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

কোরবানির পশুর চামড়ার মূল্য অপরিবর্তিত

নতুন ফসল ঘরে তোলার আগ পর্যন্ত বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী পাবেন: প্রধানমন্ত্রী

কাজী এগ্রো লি. ও Dr. Eckel এর অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

 

 

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম