রাজশাহীতে বারো ব্যাচের এক ব্যাচ কৃষক প্রশিক্ষণ শুরু

339

[su_slider source=”media: 3903,3900,3901,3902″ title=”no” pages=”no”] [/su_slider]

তুষার কুমার সাহা, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীস্থ হর্টিকালচার সেন্টারের সহযোগিতায় ‘বছর ব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’র উদ্যোগে কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ (০২ মার্চ) গোদাগাড়ি উপজেলায় প্রথম ব্যাচে ৩০ জন আদর্শ ফল চাষিকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। খাদ্য-পুষ্টি, স্বাস্থ্য ও অর্থের চাহিদা পূরণ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষে রাজশাহীর বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মোট ১ হাজার ২ শত জন ফল চাষিদের বসতবাড়িতে ফল বাগান স্থাপন, পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ফলের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। এতে ফলের জাত পরিচিতি, বাগানের লে-আউট ও আদর্শ মাদা তৈরি, মাদায় সার প্রয়োগ, ফলের চারা রোপণ, পরিচর্যা, পানি ব্যবস্থাপনা, রোগ-পোকা মাকড় দমন পদ্ধতি, সেইসাথে পারিবারিক খাদ্য-পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে করণীয় বিষয়গুলো সম্পর্কে কৃষকরা জানতে পারবে।

চাষিদের প্রশিক্ষণ দেবেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী, উপপরিচালক(এডি অফিস) কে.জে.এম. আ. আউয়াল, আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শামছুল আলম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোজদার রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মুন্জুরুল হক, রাজশাহী ফল গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলিম, হর্টিকালচার সেন্টারের প্রধান সিনিয়র উদ্যানতত্ত্ববিদ অহেদুর রহমান, সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসারগণ, মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব খাঁ ও উদ্যানতত্ত্ববিদ ফৌজিয়া ফেরদৌস প্রমুখ। হর্টিকালচার সেন্টারের প্রধান সিনিয়র উদ্যানতত্ত্ববিদ জানান, প্রকল্প মেয়াদে জেলার ১২টি উপজেলায় ৪০ ব্যাচে এ প্রশিক্ষণ দেয়া হবে।