মো. এরশাদ আলী, রাজশাহী প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের আয়োজনে বারোমাসি সজিনার ডাল রোপণ অনুষ্ঠান গত ৪ মে রাজশাহীর গোদাগাড়ীস্থ ঈশ্বরীপুর ব্লকের নিমঘুটু গ্রামে অনুষ্ঠিত হয়। কৃষক মো. সামসুল আলমের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিকুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সজিনা অনেক আগে থেকে কৃষকদের বসতবাড়ির আশেপাশে বিছিন্নভাবে চাষাবাদ হতো। ভালো জাত না থাকায় ফলন কম হতো। বর্তমানে আধুনিক জাতের বারোমাসি সজিনা উপজেলার ব্লক পর্যায়ে ব্যাপক চাষ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ঈশ্বরীপুর ব্লকের নিমঘুটু গ্রামে ৪ শ’ বারোমাসি সজিনার ডাল রোপণ করা হলো। তিনি আরো বলেন, সজিনার চেয়ে এর পাতায় প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। পুষ্টিসমৃদ্ধ এ বারোমাসি সজিনা অন্তত ৩টি করে ডাল রোপণের জন্য তিনি চাষিদের আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি অফিসার ডি. কৃষিবিদ অতনু সরকার। তিনি বলেন, সজিনা পুষ্টিগুণ সম্পূর্ণ এমন একটি সবজি, যার ফল ও পাতা খাওয়া যায় এবং বাজারে অন্যান্য সবজির চেয়ে এর মূল্য অনেক বেশি। সবজিটি বারোমাস উৎপাদন হয় বিধায় অসময়ে দু’তিন গুণ দাম পাওয়া যায়। রোগ ও পোকামাকড়ের আক্রমণ তেমন হয় না। অনুষ্ঠানে উপসহকারি কৃষি অফিসার মো. হাবিবুর রহমান ও শহিদুল আলম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা মো. এরশাদ আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।