রাজশাহীর তানোরের উৎপাদিত আলু বিদেশে রপ্তানি হচ্ছে

369

[su_slider source=”media: 3954,3955,3956″ title=”no” pages=”no”] [/su_slider]

মো. এরশাদ আলী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরের উৎপাদিত আলু বিদেশে রপ্তানি হচ্ছে । উপজেলায় এবার ১৩ লাখ ১ শত ৯১ হেক্টর জমিতে আলুর আবাদ হয়। এর মধ্যে তাইসিয়া ও কমবিয়া এ দু’জাতের আলু এগ্রো কনসার্ন লিমিটেডের মাধ্যমে ইতোমধ্যে মালেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকাসহ বেশ ক’টি দেশে রপ্তানি হয়েছে। উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম জানান, আগাম রোপা আমন ধান কাটার পর জমি উত্তমভাবে চাষ ও মই দিয়ে সুষম সার ব্যবহার করে কৃষকরা আলুর বীজ রোপণ করে। উৎকৃষ্ট বীজ সেইসাথে সময়মতো পরিচর্যা এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবারের ফলন বেশ ভালো হয়েছে। বীজ শোধন থেকে শুরু করে ফসল সংগ্রহ করা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তারা চাষিদের সহায়তা করেছে। তাইসিয়া ও কমবিয়া জাতের আলু সম্পর্কে কৃষি অফিসার বলেন, বাদামি রঙের হওয়ায় এ আলুগুলো দেখতে চমৎকার। রোগ-পোকার আক্রমণও কম হয়। এ জাতের আলু যদি প্রতি বছর বিদেশে রপ্তানি করা যায় তাহলে বৈদেশি মুদ্রা অর্জনের মাধ্যমে দেশ আরো এগিয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে-ধানের চাষ কমিয়ে আলুর আবাদ বাড়ালে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার অনেকাংশে কমে যাবে। এতে কৃষক এবং দেশ উভয়ই লাভবান হবে।