[su_slider source=”media: 4464,4465″ title=”no” pages=”no”] [/su_slider]
মো. এরশাদ আলী, রাজশাহী প্রতিনিধি: উপজেলার কৃষি অফিসের আয়োজনে আজ (০৩ মে) রাজশাহীর তানোরের পাঁচন্দর গ্রামে ব্রিধান ৫৮’র নমুনা শস্য কর্তন উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল হান্নান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএই’র উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ ও উপজেলা পরিসংখ্যান অফিসার মো. নূরুল ইসলাম। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সংশ্লিষ্ট উপসহকারি কৃষি অফিসার মো. সমসের আলী।
অতিরিক্ত পরিচালক শস্য কর্তন’র জাত সম্পর্কে চাষিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, এ জাতে পোকামাকড় ও রোগের আক্রমণ কম হয়, জীবনকাল ১৪০-১৫০ দিন। ১০-১৫ দিন খরা সহ্য করতে পারে এবং এর চাল হয় মাঝারি চিকন। তিনি আরো বলেন, কৃষি পরিবর্তনশীল; তাই নতুন নতুন প্রযুিক্ত, কৌশল আর ভালো বীজ ব্যবহার করলে যে কোনো ফসলের ফলন বৃদ্ধি করা সম্ভব। এ জাতটি আগামী বছরে ব্যাপক আবাদ করার জন্য তিনি চাষিদের আহবান জানান। উপপরিচালক বলেন, ব্রি ধান৫৮ জাতটি খরা সহনশীল। প্রবল ঝড়ে ধান ঝরে পড়ে না। এর জীবনকাল বিধান-২৮’র সমান হলেও ফলন তুলনামূলক বেশি। তাই জাতটি বাংলাদেশে চাষ করার বেশ উপযোগি। উপজেলা কৃষি অফিসার ব্রিধান-৫৮ জাতটি সম্প্রসারণে তাঁর বিভাগের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। জাতটি শস্য কর্তনের পর শুকনা ফলন পাওয়া যায় হেক্টর প্রতি ৬.৭২ মে. টন। আশানুরূপ ফলন পেয়ে প্রদর্শনী চাষি মো. তসলিম উদ্দিন সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রায় ৭০ জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।