[su_slider source=”media: 4289,4290,4291,4292″ title=”no” pages=”no”] [/su_slider]
তুষার কুমার সাহা, রাজশাহী থেকে: বায়া ওয়ার্ল্ড ভিশন’র সাথে লিংকেজ ও শেয়ার হোল্ডারদের এক মতবিনিময় সভা গত ২৩ এপ্রিল রাজশাহীস্থ ওয়ার্ল্ড ভিশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বায়া ওয়ার্ল্ড ভিশন আয়োজিত এ সভায় শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন বায়া ওয়ার্ল্ড ভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মি. ডায়মন্ড জসপার গেঁগড়া। তিনি উপস্থিত শেয়ার হোল্ডার ও লিংকেজ কর্মকর্তাদের উদ্যেশে বলেন, ওয়ার্ল্ড ভিশন একটি মানবিক ও উন্নয়ন সংস্থা; যা অংশীদারিত্বের ভিত্তিতে হতোদরিদ্র পরিবার ও সমাজের অবহেলিত দুঃস্থশিশুদের অর্থবহ ও দীর্ঘস্থায়ি উন্নয়নে সহযোগিতা করা। মত বিনিময় সভায় অর্থ, স্বাস্থ্য, পুষ্টি ও আয়বর্ধনসহ উন্নয়নমূলক বিভিন্ন কাজের অগ্রগতি, হতোদরিদ্রদের মাঝে কাজের ক্ষেত্রে সহযোগিতার জন্য কি কি ভূমিকা ও করণীয়, কিভাবে এগিয়ে গেলে গ্রামীণ জনগোষ্ঠির ভাগ্যন্নোয়ন তরান্বিত হবে এসব বিষয়ের ওপর বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম-পরিচালক আরিফুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুলফিকার মো. আকতারুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুন্জুরে মওলা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ইসমাইল হক, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ আব্দুল্লা-হিল-কাফি, উপ-সহকারি কৃষি অফিসার মো. রবিউল ইসলাম ও কুমড়াপুকুর নওহাটা কৃষি উন্নয়ন সমিতির সভাপতি মাসোয়ারা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বায়া ওয়ার্ল্ড ভিশনের পিও (কৃষি) কৃষিবিদ গোলাম সাকলাইন। এতে প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, কৃষি তথ্য সার্ভিস, নার্সারি মালিক সমিতিসহ অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।