রাজশাহীর বোয়ালিয়ায় আমে ব্যাগিং উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান

309

[su_slider source=”media: 4240,4241,4242″ title=”no” pages=”no”] [/su_slider]

মো. এরশাদ আলী রাজশাহী প্রতিনিধি: মেট্টোপলিটন কৃষি অফিসের উদ্যোগে আমে ব্যাগিং এ চাষিদের উদ্বুদ্ধকরণ সভা গত ২০ এপ্রিল রাজশাহীস্থ বোয়ালিয়ার কয়ারদাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন কৃষি অফিসার (অ.দা) কৃষিবিদ উম্মে সালমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জস্থ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র’র উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. শরফ উদ্দিন।

প্রধান অতিথি বলেন, আমের মাছি পোকা একটি মারাত্বক পোকা যা আমকে সম্পূর্ণ নষ্ট করে ফেলে। কীটনাশক দিয়ে এ পোকা দমন করা সম্ভব নয়, এর ভিতরেও কীড়া থাকে। কীটনাশক প্রয়োগ করা আম খেলে যেমন মানুষের ক্ষতি হয় তেমনি পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। তাই মাছি পোকা দমনের জন্য যুগোপযোগি অত্যাধুনিক পদ্ধতি হচ্ছে আমে ব্যাগিং করা। এতে আমের মাছি পোকাসহ অন্যান্য পোকা দমন করা সম্ভব হবে এবং পরিবেশও ভালো থাকবে। সভাপতি বলেন, গোপালভোগ-খিরসা-ল্যাংড়া-ফজলি-আম্রপালি জাতের যে কোনো আমে মাছি পোকার আক্রমণ হয়। তবে ল্যাংড়ায় মাছি পোকার আক্রমণ সবচে’ বেশি হয়। ছোট অবস্থায় আমে ব্যাগিং করতে হবে কারণ ব্যাগিং করার আগে যেন পোকার কীড়া ভিতরে ঢুকে না যায়। মাছি পোকা শুধু আমের ক্ষতি করে না, এরা কৃষক ও দেশের অর্থনৈতিক ক্ষতি করে। তাই এ ক্ষতি থেকে বাঁচতে তিনি উপস্থিত সকল আম চাষিকে আমে ব্যাগিং করার আহবান জানান।