রাজশাহী অঞ্চলে নিরাপদ রুই জাতীয় বড় আকারের মাছ উৎপাদনে চ্যালেঞ্জ ও করণীয়

2209

%e0%a6%b0%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b
১. রাজশাহী অঞ্চল খরাপ্রবণ হওয়ায় এবং পানি প্রাপ্তির অভাবে সাধারণত বেশিরভাগ পুকুর সম্পন্ন শুকান যায় না।
২. রোগের পকোপ বৃদ্ধি, পানির গুনাগুন খারাপ হওয়া সহ চাষ ঝুকির মধ্যে পতিত হয়।
৩. বড় আকারের রুই জাতীয় মাছের পর্যাপ্ত বৃদ্ধির জন্য পোনার গুনাগুন বজায় রাখা অপরিহার্য।পোনা খারাপ হলে ছোট আকারের মাছে ডিম আসে এবং বৃদ্ধি ব্যাহত হয়।
৪. রোগ নিয়ন্ত্রণ ও পানির গুনাগুন বজায় রাখার জণ্য চাষী বিভিন্ন ঔষধ এবং রাসায়নিক দ্রব্য অতিমাত্রায় ব্যাবহারের প্রবণতা বৃদ্ধি পেতে পারে , ফলে পুকুরে রেসিডুয়াল ইফেক্টের ঝুকি বৃদ্ধি পেতে পারে।
৫. সম্প্রতি অধিকাংশ চাষী বিভিন্ন কম্পাণীর তৈরী পিলেট খাবার ব্যাবহার করে, ফলে খাবারের গুনাগুন নিশ্চিত করা আবশ্যক।
৬. জলবায়ু পরিবর্তণের কারণে এবং কৃষি সেচে ডিপটি বয়েলের মাধ্যমে অতিরিক্ত পানি উত্তলোনের ফলে রাজশাহী অঞ্চলে ভূগর্ভস্ত পানি নিচে নেমে যাচ্ছে। খরা প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে পুকুরের পানি ধারণক্ষমতা কমে যাওয়ায় পযার্প্ত পানি ধরে রাখা কঠিন হচ্ছে।