[su_slider source=”media: 3968,3971,3969,3970″ title=”no” pages=”no”] [/su_slider]
শফিকুল ইসলাম, পবা (রাজশাহী) প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে বিদেশে আম রপ্তানির লক্ষে চাষিদের দিনব্যাপি এক প্রশিক্ষণ গত ০৪ এপ্রিল রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম মুনজুরে মাওলার সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজশাহী বিএমডিএ’র চেয়ারম্যান ও সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. খায়রুন্নেছা। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ফলের রাজা রাজশাহীর সুমিষ্ট সুস্বাদু আম শুধু দেশেই নয়; এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ফলে বৈদেশিক অর্থার্জনে আমচাষিরা বেশ লাভবান হচ্ছেন। কাজেই রপ্তানির ক্ষেত্রে নিখুঁত, রোগ-পোকামুক্ত, দাগহীন এবং রঙিন আমগুলোকে বেছে গ্রেডিং করে পাঠাতে হবে। সে কারণে এখন থেকেই আম বাগান ও ফলের সঠিক পরিচর্যা নেয়া দরকার। এ বিষয়ে ফলচাষিদের পরামর্শ দেয়ার জন্য তিনি কৃষিবিশেষজ্ঞ এবং ফলবিজ্ঞানীদের প্রতি আহবান জানান। সভাপতি বিদেশে আম রপ্তানির জন্য প্রয়োজনীয় কৌশল ও প্রযুক্তি সম্পর্কে চাষিদের ধারণা দেন। প্রশিক্ষণে উপজেলার ১শত জন চুক্তিবদ্ধ আমচাষি অংশগ্রহণ করেন।