উজ্জ্বল হোসেন, রাবি সংবাদদাতা: ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।
সোমবার সকালে র্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ পালন করে রাবি ফিশারিজ সমিতি ও ফিশারিজ বিভাগ।
সকাল ১০টায় কৃষি অনুষদ ভবন থেকে র্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর পর ক্যাম্পাসের চামপঁচা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান।
সকাল ১১টায় ফিশারীজ বিভাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান বলেন, ‘বাংলাদেশে এখন ব্যাপকভাবে মাছ চাষ হচ্ছে। তবে সেই মাছ চাষগুলো স্বাস্থ্যসম্মত কিনা এটি আমাদের নিশ্চিত করতে হবে। মাছ খাবো, এর পরিবর্তে যেনো বিষ না খাই। আমরা জানি, এই বিশ্ববিদ্যালয়ে যারা মাছ নিয়ে কাজ করছেন স্বাস্থ্যসম্মত উপায়েই করছেন। স্বাস্থ্যবান জাতি হলেই আমরা আরো বেশি উন্নয়ন করতে পারবো।’
ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ফৌজিয়া এদিব ফ্লোরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমারন সাহা, প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া।
ফিশারিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমানের সঞ্চালণায় সভায় ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর এস এম কানমরুজ্জামান, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ বিভাগের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এবছর ১৭ থেকে ২৩ জুলাই দেশব্যাপী ২৭তম ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯’ পালিত হচ্ছে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন