রেডি ফিড ও লোজ ফিডের মধ্যে সুবিধা ও অসুবিধা

1536

রেডি ফিড ও লোজ ফিডের মধ্যে সুবিধা ও অসুবিধা

ক।রেডি ফিড

সুবিধা

১।রেডিমেড পাওয়া যায়,বানানোর ঝামেলা নাই।

২।মান ও ভাল যদি কোম্পানী ভাল হয়।

৩। আলাদা জায়গা লাগে না(ফিড মিল এবং স্টোর রুমের দরকার নাই)

অসুবিধাঃ

১।দাম বেশি (বস্তায় ১৫০-২৫০ টাকা বেশি লাগে)

২।ভাল মন্দ কোম্পানীর উপর ইচ্ছার উপর নির্ভর করে।

৩।আবহাওয়ার সাথে মিল রেখে বা মুরগির প্রয়োজন অনুযায়ী খাবার পাওয়া যায় না।

একেক এলাকার আবহাওয়া একেক রকম যেমন কোন জেলায় তাপমাত্রা ৩৫ আবার কোন জেলায় ২৮।বিভিন্ন আবহাওয়ার জন্য বিভিন্ন ধরণের ফর্মুলা দরকার কিন্তু কোম্পানী একই ধরণের খাবার বানায়।শীতের সময় কোন জেলায় তাপমাত্রা ১০ আবার কোন জেলায় ২৫।

আবার বিভিন্ন ফার্মের বিভিন্ন সমস্যা থাকতে পারে এবং তাদের জন্য আলাদা ফর্মুলার বা স্পেশাল কিছু লাগতে পারে যা কোম্পানীর খাবার দিয়ে হয় না।

খ।লোজ ফিড

সুবিধা

দাম কম (বস্তায় ১৫০-২৫০টাকা কম লাগে।যদি খাদ্য উপাদানেরর দাম কম.থাকে তাহলে বেশি লাভ আর যদি খাদ্য উপাদানের দাম বেশি থাকে তাহলে লাভ কম হয়।

উত্তর বংগ যেখানে ভুট্রা উৎপাদিত সেখানে বস্তায় ৩০০-৪০০টাকা কমে খাবার বানানো যায়।

মুরগির প্রয়োজন অনুযায়ী খাবার বানানো যায়।

যদি সঠিক ভাবে,ভাল উপাদান দিয়ে ভাল ফর্মুলার মাধ্যমে ফিড বানানো যায় তাহলে লোজ ফিড বেশি ভাল।

নোটঃ যদি নিজের ভুট্রা বা অন্য উপাদান থাকে তাহলে অনেক সুবিধা পাওয়া যায়।

অসুবিধাঃ

প্রতি টি উপাদান কিনতে হবে,বিভিন্ন জনের সাথে যোগাযোগ করতে হবে।

ফিড বানানোর জন্য আলাদা সময় দিতে হবে।

ভাল মানের খাদ্য উপাদান অনেক সময় পাওয়া যায় না ।তাছাড়া খাবারের উপাদানের মান নির্ণয় করার সুযোগ সবার নাই।

ফলে অনেক সময় খাবারের মান ভাল রাখা যায় না।

ফিডমিল ও স্টোরের জন্য আলাদা জায়গা লাগে।

ফিডমিলে জড়িত লোক গুলো যদি ভুল করে তাহলে সমস্যা হয়।

যদি ফিড ফর্মুলা ভাল না হয় তাহলে ভাল রেজাল্ট পাওয়া যায় না।

এককালীন ফিড মিলের জন্য খরচ করতে হয়।

ফার্মসএন্ডফার্মার/০৭সেপ্টেম্বর২০