লক্ষ্মীপুরে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

394

ইঁদুর-নিধন-র‌্যালি
লক্ষ্মীপুর : ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য এমন স্লোগান কে সঙ্গে নিয়ে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে সোমবার লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দুপুরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল হোসেন খাঁনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. সফি উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. শাজাহান আলি, ডা. আরিফুর রহমান।

উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, উপসহকারী কৃষি কর্মকর্তা এটিএম খোরশেদ আলম, আবুল হোসেন প্রমুখ।

এসময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন