লক্ষ্মীপুরে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছের অবমুক্তি

327

lakshmipur-pic-2

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুরে থেকে: লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ২০১৭-১৮ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের আওতায় উপজেলার অভ্যন্তরীণ জলাশয় এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত/প্লাবন ভূমি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তি মঙ্গলবার সকালে শহরের শিশু পরিবার পুকুরে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ, সিনিয়র সহকারী পরিচালক সুনীল চন্দ্র ঘোষ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারেয়ারজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম প্রমুখ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার বিভিন্ন সরকারি পুকুর, আশ্রয়ন প্রকল্প, এতিমখানাসহ বিভিন্ন স্থানে মোট ১৯ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তি করা হবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম