লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী চলছে বৃক্ষমেলা

403

বৃক্ষমেলা
লক্ষ্মীপুর থেকে: জেলায় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কালেক্টরেট ভবণ প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফলদ বৃক্ষরোপণ পক্ষের কার্যক্রমও শুরু হলো।

‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জেলা প্রশাসন, বণ বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে কালেক্টরেট ভবনের সামনের ড্রীলসেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরি নয়ন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খাঁন ও সহকারী বন সংরক্ষক মো. শাহ্জাহান আলী।

আলোচনা শেষে বৃক্ষমেলা পরিদর্শন করেন অতিথিরা। এবারের বৃক্ষ মেলায় ২৩টি স্টল বসেছে। এসব স্টলে নার্সারি মালিকরা শতাধিক প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা তুলেছেন। স্বল্পমূল্যে এসব চারা বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। আগামী সাতদিন পর্যন্ত এ মেলা চলবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন