লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কী, লক্ষণসমূহ ও আমাদের করণীয়

465

লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ যা শুধুমাত্র গরু ও মহিষে দেখা যায়। আফ্রিকার জাম্বিয়াতে এ রোগটি ১৯২৯ সালে প্রথম দেখা দেয়। বাংলাদেশে ২০১৯ সালে এ রোগটি প্রথম শনাক্ত হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইদানিং রোগটি দেশের বিভিন্ন অঞ্চলে পুনরায় দেখা দিয়েছে। তবে আতংকিত না হয়ে সচেতন হউন।

রোগের সাধারন লক্ষনসমূহঃ
প্রথম পর্যায়ে আক্রান্ত প্রাণীর জ্বর ১০৪-১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, ব্যথা হয় এবং খাবার গ্রহণে অরুচি দেখা দেয়।
প্রাণীর শরীরের বিভিন্ন জায়গায় গোলাকার গুটি বা ফোস্কা দেখা দেয়।
প্রাণীর পায়ে, গিরা এবং শরীরের নিম্নাংশ ফুলে যায় এবং প্রাণি খুঁড়িয়ে হাটে।
শেষ পর্যায়ে কয়েকটি গুটি বা ফোস্কা ফেটে যায়, ক্ষত সৃষ্টি হয় ও ক্ষতস্থান থেকে রক্তপাত হতে পারে।
ক্ষত শরীরের অন্যান্য জায়গায়, এমনকি শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কলিজা, ফুসফুস ও হার্টে ছড়িয়ে পড়তে পারে।
মুখ ও অন্ত্রনালীতে সৃষ্ট ক্ষতের কারনে গরু পানিপানে অনিহা প্রকাশ করে এবং খাদ্য গ্রহন কমে বা সম্পূর্ন বন্ধ হয়ে যায়।

রোগটি যেভাবে ছড়াতে পারেঃ
মশা, মাছি, আঠালী ও মাইটের কামড়ের মাধ্যমে রোগটি দ্রুত এক প্রাণি হতে অন্য প্রাণিতে ছড়ায়।
আক্রান্ত প্রাণী এক স্থান হতে অন্য স্থানে পরিবহনের মাধ্যমে রোগটি ছড়াতে পারে।
আক্রান্ত প্রাণীর লালা, দুধ এবং আক্রান্ত প্রাণীর সংস্পর্শের মাধ্যমেও রোগটি ছড়াতে পারে।
আক্রান্ত প্রাণীর পরিচর্যাকারী, প্রাণীর জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ও টিকা প্রদানকারীর মাধ্যমেও রোগটি অন্য সুস্থ প্রাণীতে ছড়াতে পারে।

আমাদের করণীয়ঃ
একটি দুগ্ধ বা মোটাতাজাকরন খামারকে অর্থনৈতিকভাবে শেষ করে দেয়ার জন্য অন্য যেকোন রোগের চেয়ে অনেক বেশি ক্ষতিকর রোগ এটি। এই রোগে প্রাণি আক্রান্ত হওয়ার পর আমাদেরকে অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের তত্বাবধানে চিকিৎসা গ্রহন করা উচিত।
প্রাণিসেবা ভেট (praniShebavet.com.bd) দক্ষ ও বিশেষজ্ঞ ভেটেরিনারিয়ানের মাধ্যমে মানসম্মত ও বিশেষায়িত প্রাণিস্বাস্থ্য সেবা নিয়ে কাজ করে। খামারি চাইলে দেশের যেকোন প্রান্ত থেকে যে কোন সময়ে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা তাৎক্ষণিকভাবে গ্রহন করতে পারবেন। সেবাটি কনসালটেনসি এবং প্রেসক্রিপশন আকারে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ইমেইল বা মেসেজ আকারে খামারীর হাতে পৌছে যায়। সেপ্টেম্বর মাসজুড়ে প্রাণিসেবা ভেটের সকল সেবায় পাচ্ছেন ৫০% ছাড়!

সেবা নিতে ফোন করুনঃ ০১৮৪৭৪৬৯৯৪৩

ফার্মসএন্ডফার্মার/১০অক্টোবর২০