লায়ন ফিডস্ লিঃ এবং ম্যাক হ্যাচারী লিঃ আনন্দ ভ্রমন-২০১৬

590

[su_slider source=”media: 773,772″ target=”blank” width=”400″ height=”200″ title=”no” pages=”no” mousewheel=”no” class=”post_slider”]

লায়ন ফিডস্ লিঃ এবং ম্যাক হ্যাচারী  লিঃ প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশ থেকে তাদের শীর্ষ ১২ জন পরিবেশক নিয়ে ইন্দোনেশিয়া’র বার্লি দ্বীপে আনন্দ ভ্রমন করেন। গত ৩০/০৮/২০১৬ ইং তারিখে ভ্রমন যাত্রা শুরূ করে ইন্দোনেশিয়া পৌছে তারা সেখানকার উল্ল্যেখ যোগ্য পর্যটন কেন্দ্র যেমন- বারং নিটামানি, গ্লাস বটম টিজে. ওয়াটার স্পোর্ট, ডেনপাসার সিটি এর বিভিন্ন স্থানগুলো ভ্রমন করেন  এবং ০৩/০৯/২০১৬ ইং তারিখে ভ্রমন শেষে পুনঃরায় বাংলাদেশে ফেরত আসেন। উক্ত আনন্দ ভ্রমনে আরও অংশনেন লায়ন ফিডস্ লিঃ এর ২০১৫ সালের শীর্ষস্থানীয় একজন বিক্রয় প্রতিনিধি, ম্যাক হ্যাচারী  লিঃ এর ব্রীডার ফার্ম ইনচার্জ, অপারেশন ম্যানেজার। উক্ত আনন্দ ভ্রমনে ম্যাক হ্যাচারী  লিঃ এর-  জি.এম এম রেজাউল হক নয়ন এবং লায়ন ফিডস্ লিঃ এর- এ.জি.এম মোঃ জাহাঙ্গীর আলম অংশনেন এবং আনন্দ ভ্রমনটি পরিচালনা করেন।