লায়ন ফিডস্ লিমিটেড এবং ম্যাক হ্যাচারী লিমিটেড এর নতুন উদ্দ্যোগ

665

lion

লায়ন ফিডস্ লিমিটেড এবং ম্যাক হ্যাচারী  লিমিটেড দীর্ঘদিন ধরে বাংলাদেশে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত থেকে পোল্ট্রি সেক্টরের উন্নয়নে ভ’মিকা রেখে যাচ্ছে। হাসান গ্রুপের এ দুটি অঙ্গ প্রতিষ্ঠান ছাড়াও আর বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি লায়ন ইলেকট্রিক এবং লায়ন ইলেকট্রোনিক্স লিমিটেড নামে এল ই ডি টিউব ও বাল্ব তৈরির নতুন ইন্ডাষ্ট্রিজ স্থাপনের কাজ শুরু করেছে । আর TSP ব্যান্ডের এ পণ্য চায়না বাংলাদেশ যৌথ উদ্দ্যেগে এবং কারিগরি সহযোগিতায় তৈরী হবে । আর এ প্রক্রিয়ার অংশ হিসেবে বাল্ব ও টিউব ইতিমধ্যে বাজারজাতকরন শুরু করেছে । এ উপলক্ষে গ্রুপের নয়াপল্টনস্থ কর্পোরেট অফিসে এ মার্কেটিং কার্যক্রম শুরু করার ঘোষনা প্রদান কালে কোম্পাণীর নির্বাহী পরিচালক জনাব সাইফুল ইসলাম ভ’ইয়া বলেন, অন্যান্য প্রোডাক্ট এর পাশাপাশি পোল্ট্রি সেক্টরের সাথে সম্পৃক্ততার কারণে আমরা পোল্ট্রি খামারে ব্যবহার উপযোগি তিন বছর ওয়ারেন্টিসহ টিউব বাজারজাত করবো । খামারী বান্ধব তথা সাশ্রয়ী মূল্য খামারের জন্য প্রয়োজনীয় আলো নিশ্চিতকরণ পূর্বক হ্যাচারী এবং খামার সমূহের জন্য বিশেষ প্রোডাক্ট বাজারজাত করবো যাতে কওে আমাদেও প্রান্তিক পর্যায়ের খামারীরা অল্প বিদ্যুৎ খরচে তাদেও খামার ব্যবস্থাপনা করতে পারে । এতে অর্ধেক বিদ্যুৎ বিল সাশ্রয় হবে । এ সময় কোম্পাণীর সি এফ ও জনাব মাহফুজুর রহমান ভ’ইয়া এবং হেড অফ কর্পোরেট এন্ড ম্যানেজম্যান্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জনাব সাইফুল আলম উপস্থিত ছিলেন ।

(Saiful Alam)

Head of Corporate and Management

Affairs Division

Lion Electric and Electronics Limited

a Concern of HASAN GROUP

info.lionledlighting@gmail.com

info.hasangroup@gmail.com

info.lionfeed@gmail.com

Phone: 88029360137, 8352812

Fax: 88029360390

Hot Line: 8801766667300