লিচুর ফল ছিদ্রকারী পোকার লক্ষণ ও প্রতিকার

575

89045164_2578189882309924_4688536795967651840_n
লিচুর ফল ছিদ্রকারী পোকা = LitchiFruit Borer

লক্ষণ::

 ফলের বাড়ন্ত অবস্থায় পূর্ণ বয়স্ক পোকা বোঁটার কাছে খোসার নীচে ডিম পাড়ে।
 ডিম থেকে কীড়া বের হয়ে বোঁটার নিকট ফলের শাশ ও বীজ খেতে থাকে।
 বোঁটার নিকট করাতের গুড়ার মত পোকার মল জমে, স্থানটি কলো হয়।
 ফলের গুটি পচে যায়, অপরিপক্ক ও পরিপক্ক ফল ঝড়ে যায়।
 জানুয়ারি-মে মাসে পোকার আক্রমন দেখা যায়।

প্রতিকার
 বাগান ও গাছ পরিস্কার পরিছন্ন রাখা,বৎসরে দুইবার সুষম মাত্রায় সার প্রয়োগ করা।
 বর্ষা মৌসুম শেষে গাছের অপ্রয়োজনীয়, মৃত, অর্ধমৃত ডালপালা ছাঁটাই করে আলো
বাতাস চলাচলের ব্যবস্থা করা।আক্রান্ত অংশ পোকাসহ সংগ্রহ করে পুতে ফেলা।
 আক্রান্ত ফল সংগ্রহ করে পুতে ফেলা,পাকা ফল দ্রুত সংগ্রহ করা।
 গাছে মুকুল আসার পূর্বে ১ম বার, আম মটর দানার মত হলে ২য় বার
এবং মার্বেল দানার মত হলে ৩য় বার অনুমোদিত কীটনাশক স্প্রে করা।
 ল্যাম্ডাসাইহেলোথ্রিন২.৫ইসি (ক্যারাটে/ফাইটার/এন্টিক)১মিঃলিঃ/লিঃ পানি স্প্রে।

ফার্মসএন্ডফার্মার/১১মার্চ২০