লেবুর গাছের ক্যাংকার রোগের পোকা দমন পদ্ধতি

488

লেবুর ক্যাংকার রোগ

ক্ষতির ধরণ : এ রোগের আক্রমণে কচি পাতা, শাখা ও ফলে ধূসর বাদামি রঙের বসন্তের মত দাগ পরে। দাগের মাঝ গাঢ় বাদামী এবং চারধার হলদে/হালকা বদামী।

ব্যবস্থাপনা :
সুড়ঙ্গকারী পোকা দমনের জন্য ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক অথবা ক্লোরপাইরিফস জাতীয় কীটনাশক ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক ২ মিলি/লি হারে ১৫ দিন পর পর স্প্রে করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১২ডিসেম্বর২০২০