বর্ষাকালে সাইট্রাস জাতীয় গাছ লেবু/কমলা/মাল্টা/বাতাবি লেবুর সবচেয়ে ক্ষতিকর এবং মারাত্মক একটি রোগের নাম হল ক্যাংকার রোগ। এটি একটি ব্যাক্টেরিয়াজনিত রোগ। এ রোগের জীবণু মাটিতে ৮-১০ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।
আলো বা রোদে তা দ্রুত ধ্বংস হয়। গাছের মাটির নিচের অংশ ছাড়া বাকি সব অংশে এ রোগ আক্রমণ করে। সাধারণত গাছের ক্ষত অংশ এবং পত্ররন্ধ্র দ্বারা জীবাণু গাছের ভেতর প্রবেশ করে। এজন্য বর্ষাকালে অধিক বাতাসে গাছের ক্ষতের সৃষ্টি হলে জীবাণু দ্বারা আক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
কিভাবে ক্যাংকার রোগ থেকে মুক্তি পাবেন?
✔আক্রান্ত গাছের ডাল ও পাতা ছাঁটাই করে পুড়িয়ে ফেলুন।
✔ ছাঁটাইয়ের পর ৩ গ্রাম/লিটার হারে কুরেনক্স (কপার অক্সিক্লোরাইড) ছত্রাকনাশক, ১মিলি/লিটার হারে ইমিটাফ, একসাথে মিশিয়ে পুরো গাছ স্প্রে করে দিতে হবে ৭-১০ দিন পর পর ২-৩ বার।
✔পরবর্তীতে যতবার নতুন পাতা আসবে ৩ গ্রাম/লিটার হারে কুরেনক্স, ১মিলি/লিটার হারে ইমিটাফ, একসাথে মিশিয়ে পুরো গাছ স্প্রে করে দিতে হবে।
এভাবে পরিচর্যা করলে লেবু বা সাইট্রাস জাতীয় গাছ সারা বছরই থাকবে ক্যাংকার রোগমুক্ত।
ইমিটাফ কিটনাশক ও কুরেনক্স ছত্রাকনাশক কিনতে আমাদের ইনবক্স করুন। আমরা হোম ডেলিভারি করি।
ফার্মসএন্ডফার্মার/২৫অক্টোবর২০