লেয়ার ও ব্রয়লার মুরগিকে যেসব টিকা দেবেন

293

বাণিজ্যিকভাবে মুরগি পালনে নিয়মিত ভ্যাকসিন বা টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। অনেকের সঠিক জানা নেই লেয়ার ও ব্রয়লার মুরগিকে কখন কোন টিকা দেবেন?। জেনে নিন লেয়ার, ব্রয়লার মুরগির টিকা ব্যবস্থাপনা।

দ্রষ্টব্য: এখানে CAV মানে chicken anemia virus বা মুরগির অ্যানিমিয়া রক্তা শূন্যতা; রিও মানে Reo virus; এমজি (MG) মানে mycoplasma; জি (G) মানে গাম্বুরো (Gumburo) এবং এনডি (রানিক্ষেত), আইবি (ব্রঙ্কাইটিস, bronchitis)।

লেয়ার মুরগি (বাণিজ্যিক)
দিন টিকা
১ম দিন মেরেক্স* (লাইভ ইঞ্জেকশন))
৩-৫ম দিন আই বি +এন ডি*
৬-৮ তমদিন এন ডি + আই বি ডি(মৃত)
১০-১২ দিন আই বি ডি*
১৩তম দিন মেরেক্স (লাইভ)
১৭-১৯তম দিন আই বি ডি*
২৫-২৭তম দন এন ডি + আইবি*
৪-৫ সপ্তাহ পক্স (বসন্ত)
৪২-৪৫ তমদিন করাইজা(মৃত)
৪৯-৫০দিন টাইফয়েড (লাইভ,কিল্ড)
৫২-৫৫তম দিন কলেরা (মৃত)
৬০-৬৫তম দিন আই বি + এন ডি *
৭০-৭৫তম দিন পক্স
৭৭-৮০তম দিন করাইজা(মৃত)
৯০-৯৫তম দিন কলেরা (মৃত)
১০০তম দিন টাইফয়েড
১৫-১৬ সপ্তাহ আই বি +এন ডি +ই ডি এস(মৃত)* সাথে এন ডি লাইভ

* তারকা চিহ্নিত টিকাগুলো অবশ্যই দিতে হবে।

ব্রয়লারের জন্য
দিন টিকা
১-৫ দিন আই + এন ডি
১০-১২দিন আই বি ডি
১৭-২০দিন আই বি ডি

*২০-২২ দিন বয়সেও এন ডি দেয়া যায়।

ফার্মসএন্ডফার্মার/ ০৬ জানুয়ারি ২০২২