বয়স | আলোর তীব্রতা (লাক্স) |
০-৭ দিন | নূন্যতম ২০ |
৮ দিন থেকে ৪ সপ্তাহ | ১০ |
৫-১৭ সপ্তাহ | ৬ |
১৮ সপ্তাহ থেকে কাল করা পর্যন্ত | ১০ |
- লাক্স মিটারের মাধ্যমে পুলেটের মাথার ঠিক উপরে আলোর তীব্রতা মাপতে হবে।
- লাইটগুলো এমন উচ্চতায় এবং দূরত্বে লাগাতে হবে যেন ছকে উল্লেখিত আলোর তিব্রতা পাওয়া যায়।
- লেয়ার ব্রিডের ধরন অনুসারে বয়স অনুসারে আলোর তীব্রতার তারতম্য হতে পারে, সে জন্য যার যার লেয়ার ব্রিডারের ম্যানুয়েল অনুসরণ করা উচিত। ‘অঞ্জন মজুমদার’