লেয়ার মুরগির জন্য পানি

570

maxresdefault

পানি একটি অপরিহার্য পুষ্টি উপাদান । পানি ছাড়া জীবন চলে না । মুরগির বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার, সতেজ এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে ।

স্বাভাবিক অবস্থায় একটা মুরগির বাচ্চা যে পরিমাণ খাদ্য গ্রহণ করবে তার দ্বিগুণ পানি পান করবে । মুরগির বাচ্চা যদি কম পরিমাণ পানি গ্রহণ করে বা যদি পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ না করা হয় তাহলে পানিশূন্যতায় ভুগবে এর ফলে দৈহিক বৃদ্ধি (unifomity of growth) হবে না এবং মৃত্যুহার বাড়বে ।

ব্রুডিং পিরিয়ডে অতিরিক্ত পানির পাত্র প্রদান করতে হবে । প্রথম ৩-৭ দিন বয়সে ৪ লিটার পানি ধরে এমন একটি পাত্র ১০০ বাচ্চার জন্য প্রদান করতে হবে ।

প্রথম ২৪ ঘন্টা বয়সে পানির পাত্র এমনভাবে বসাতে হবে যাতে মুরগির বাচ্চাকে পানি পেতে ১ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে না হয় । কোন অবস্থাতেই খুব ঠান্ডা বা গরম পানি প্রদান করা যাবে না । সরবরাহকৃত পানির তাপমাত্রা হবে কক্ষ তাপমাতার সমান (ambient house temperature)।

মুরগির ক্ষেত্রে খাদ্যের আগে পানি অর্থাৎ শেডে মুরগির বাচ্চা প্রবেশের আগেই পানি প্রদান করতে হবে। পানির পাত্র প্রতিবার পানি প্রদানের আগে ভালভাবে পরিষ্কার করতে হবে ।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম