লেয়ার মুরগি পালনে যেসব কাজ অবশ্যই করবেন

217

খামারের লেয়ার মুরগি পালন করা হলে যদি আগে সেখানে মুরগি পালন করা হয়ে থাকে কিংবা খামারে পুরাতন লিটার বা সরঞ্জাম ব্যবহার করা হয় তাহলে পুনরায় মুরগি পালনের উপযোগী করার জন্য পরিষ্কার ও কাঠামো সাজাতে হবে।

খামার পরিষ্কার করার জন্য পানিতে জীবাণুনাশক মিশিয়ে ভালোভাবে খামারটি ধুয়ে নিতে হবে। এরপর খামারের মেঝেটি শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। মেঝে শুকিয়ে গেলে বিছানা হিসাবে লিটার যেমন ধানের তুষ বা শুকনা চালের কুড়া মেঝেতে বিছিয়ে দিতে হবে।

খামারের মুরগিকে প্রদান করা খাদ্য ও পানির পাত্র ভালভাবে পরিষ্কার ও শোধনের পর সারিবদ্ধভাবে ঘরে বসাতে হবে। পরে সেগুলোতে বিশুদ্ধ পানি ও সুষম খাদ্য সরবরাহ করতে হবে। ঘরের মেঝেতে আয়তন অনুযায়ী প্রয়োজনীয় বাড়ন্ত মুরগি পালন করতে হবে।

বাড়ন্তকালে ঘরে কৃত্রিম আলোর প্রয়োজন নেই। শুধুমাত্র দিনের আলোতে পালন করতে হবে। দিনের আলো ব্যতীত রাতে ঘরে আলো জ্বেলে রাখলে শীঘ্রই ডিমপাড়া শুরু হবে।

ফার্মসএন্ডফার্মার/ ২৩ নভেম্বর, ২০২২